হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর নারী কারাগারের এক হাজতির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় নারী কারাগারে যমুনা বেগম (৩৫) নামের এক নারী হাজতি মারা গেছেন। আজ সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও একই এলাকার আরব আলীর মেয়ে। কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। 

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার যমুনাকে গত শুক্রবার চিকিৎসার জন্য নরসিংদী থেকে কাশিমপুর নারী কারাগারে পাঠানো হয়। ওই দিনই তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওই দিন রাতে তাঁকে কারাগারে ফেরত আনা হয়। পরদিন শনিবার তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার জানান, ‘যমুনা বেগমের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা