হোম > সারা দেশ > গাজীপুর

আজ গাজীপুর সিটির দায়িত্ব নেবেন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। 

অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি। 

অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি। 

জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দেয়। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন এবং তাঁর মাকে স্বতন্ত্র প্রার্থী করেন। বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি মায়ের পক্ষে প্রচার চালান। 

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’ 

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০