হোম > সারা দেশ > ঢাকা

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেওয়া রায় অমান্য করে পুনরায় কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটা কাটা বন্ধ করে দেন।

কিন্তু একটি চক্র পুনরায় ওই জমির রূপ পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্র ভেকু ফেলে পালিয়ে যায়। পরে ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়।

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি