হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি 

এ টি এম রাশেদুজ্জামান রোকন। ছবি: আজকের পত্রিকা

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান রোকন প্রথম দিকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও নব্বইয়ের দশকের শেষের দিকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সাংসদ ও প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। তাঁর লবিংয়ে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দীর্ঘদিন যুবলীগের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদটি ধরে রাখেন।

অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ দখল করেছেন এবং কলেজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী মতাদর্শের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

ওসি বলেন, ‘আমরা তাঁকে আদালতে সোপর্দ করব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।’

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের