হোম > সারা দেশ > গাইবান্ধা

ঈদের আগের দিন গাইবান্ধায় সড়কে ঝরল ৬ প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় ঈদের আগের দিন আজ শুক্রবার সড়কে ছয়জনের প্রাণ ঝরেছে। গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। বিকেল ৪টার দিকে পলাশবাড়ী উপজেলার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইমরুল (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটোরিকশার চালক গনি মিয়া (৪০)। নিহতরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ লাশ করেছে। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বর্তমানে বাসটি থানায় রয়েছে।

এদিকে সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথায় ঢাকাগামী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামের এক বাসের সুপার ভাইজার নিহত হন। এ ছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বোগদহ কলোনি এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত চারজন আহত হন।

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

গাইবান্ধার ৫টি আসন: দুর্গ দখলে মরিয়া দুই দল

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাঘট নদের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু: ২০ হাজার মানুষের দুর্ভোগ

সুন্দরগঞ্জে নাশকতার মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২