হোম > সারা দেশ > গাইবান্ধা

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বালুয়া বাজার-বিশুবাড়ী সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বিশুবাড়ী কাজীপাড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বালুয়া বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন সাইফুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। 

উপজেলার তালুককানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ লিটন বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫