হোম > সারা দেশ > গাইবান্ধা

ব্রহ্মপুত্রে বরযাত্রীর নৌকা ডুবে শিশু নিখোঁজ, কনেসহ আহত ৪

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।

নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।

নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু