গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমনের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর প্রাইভেট কারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের সরকারি খাদ্যগুদামসংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক ইমরুল কাওসার ইমন বলেন, রাতে তিনি পলাশবাড়ী থেকে প্রাইভেট কারে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ীর খাদ্যগুদামসংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর প্রাইভেট কার ঘিরে ফেলে। একপর্যায়ে তারা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা প্রাইভেট কারের দুটি গ্লাস ভাঙচুর করলেও সাংবাদিক ইমন ও তাঁর চালকের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় সাংবাদিক ইমনকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’