হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অধ্যক্ষসহ ২ জনের নামে মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে কলেজ অধ্যক্ষসহ দুজনের নামে মামলা করেছে ভুক্তভোগী। গত মঙ্গলবার রাতে থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন সরদার মো. মিজানুর রহমান মিলন। তিনি উপজেলার ধর্মপুর আবদুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মো. শফিউল ইসলাম, তিনি প্রধান আসামি এবং অধ্যক্ষের বাড়িতে কাজ করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করে ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থী। মামলার প্রধান আসামি মো. শফিউল ইসলাম নামের এক ব্যক্তি, তিনি অধ্যক্ষের বাড়ির কাজের লোক।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার দাদার বাড়ি যাচ্ছিল। পথে তাকে আটকে দেন অধ্যক্ষের বাড়ির কাজের লোক মো. শফিউল ইসলাম। পরে ভুক্তভোগীকে অধ্যক্ষের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় অধ্যক্ষ তাঁর বাড়ির তালাবদ্ধ একটি রুমের দরজা খুলে দিয়ে সহযোগিতা করার অভিযোগ করা হয়।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের