গাইবান্ধার পলাশবাড়িতে ৬০টি ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলামিন (৩৮) উপজেলার আমবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি পলাশবাড়ি সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় আলামিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী আকাশ (৩৩) ও সবুজ মিয়া (২৮) পালিয়ে যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, আলামিনকে গ্রেপ্তার করলেও আকাশ ও সবুজ পালিয়ে যান। তাঁদের তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আলামিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।