হোম > সারা দেশ > গাইবান্ধা

জামায়াত নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আ.লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত বাড়ির উঠানে আজ সোমবার এই সংবাদ সম্মেলনে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন) সাবেক সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, ‘রাজনৈতিক পূর্ববিরোধের জেরে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করে শহিদুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াসহ তাদের সঙ্গে থাকা লোকজন। পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রল ঢেলে আগুন দেয়। আগুনে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে একটি গরু মারা গেছে এবং আরও তিনটি গরু আহত। আমার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন।’

এ সময় ইমরান মিয়া বলেন, জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নেতৃত্বে হামলা ও আগুনের ঘটনায় জড়িত শ্রীকলা গ্রামের জাহাঙ্গীর মিয়া, হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া, মোকাব্বর মিয়াসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন। এ ঘটনায় প্রতিকার চেয়ে তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

আগুনে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা সামছুজ্জামান একরাম, ওয়ার্ড সভাপতি শাফিউল আলম বকু, ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী পারুল বেগমসহ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু