হোম > সারা দেশ > গাইবান্ধা

বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার অসীম কুমার। ছবি: সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজ রাত ১০টার দিকে বলেন, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস অসীম কুমার ছাত্র হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ গ্রেপ্তারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে ছিল। তারা তথ্যপ্রযুক্তি সহায়তায় তাঁর অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ অসীম কুমারকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, তিনি বর্তমানে সদর থানায় আছেন। বগুড়া থেকে পুলিশ রওনা দিয়েছে। তারা এলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা