হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেরদৌস আলম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরদৌস আলম উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান। তিনি বলেন, গত শনিবার রাতে ওই ইউনিয়নের নতুন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আব্দুল্লাহিল জামান বলেন, গত ২৪ আগস্ট রাতে ওই ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুই মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরের দিন ২৫ আগস্ট মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মণ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করে। 

আব্দুল্লাহিল জামান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফেরদৌস আলম প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।   

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু