হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেরদৌস আলম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরদৌস আলম উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান। তিনি বলেন, গত শনিবার রাতে ওই ইউনিয়নের নতুন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আব্দুল্লাহিল জামান বলেন, গত ২৪ আগস্ট রাতে ওই ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুই মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরের দিন ২৫ আগস্ট মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মণ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করে। 

আব্দুল্লাহিল জামান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফেরদৌস আলম প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।   

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ