হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-৫ উপ‌নির্বাচ‌ন: শতভাগ জয়ের আশা নৌকার প্রার্থী রিপনের 

নিজস্ব প্রতিবেদক, সাঘাটা (গাইবান্ধা) থেকে

নিজের ভোট দিয়ে জয়ের ব‌্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ আসনের উপ‌নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। আজ বুধবার সকালে সাঘাটার ফ‌লিয়া‌দীঘির দা‌খিল মাদ্রাসায় ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তি‌নি। 

মাহমুদ হাসান রিপন জানান, উৎসবমুখর প‌রিবেশে মানুষ ভোট দিচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। 

এ নির্বাচনে জয়ের বিষয়ে রিপন বলেন, ‘সাঘাটার ফুলছ‌ড়ির মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। শেখ হা‌সিনার পক্ষে ভোট দেবেন। নৌকাকে জয়ী করবেন।’ 

গত ১২ অক্টোবর ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই এই ভোট বন্ধ ঘোষণা করেন। 

ভোট বন্ধ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা  আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন৷  এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করে আউয়াল কমিশন।

গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।  গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায়  রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই) ও ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে বরখাস্তসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়