গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় দুলালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।
নিহত দুলালী গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শেলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। বাকি আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ছয় যাত্রী অটোরিকশায় করে কোচাশহর বাজার থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি পৌর শহরের সোনারপাড়া এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই দুলালী বেগম মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ মোট ছয়জন আহত হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।