হোম > সারা দেশ > গাইবান্ধা

রাতে কাজের জন্য বের হয়ে সকালে মরদেহ ঝুলছিল বাঁশঝাড়ে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাঁশঝাড় থেকে সাইফুল ইসলাম বাবু (৩৩) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় মাফলার প্যাঁচানো থাকলেও পা সম্পূর্ণ মাটিতে লেগে ছিল। তবে পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এএফজে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

সাইফুলের মা ও স্ত্রী জানান, সাইফুল স্থানীয় ঠুঠিয়াপাকুর বাজার এলাকায় জনৈক মুকুল সরকারের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি বাড়ি থেকে ইটভাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলার মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সাইফুলের বাবা রফিকুল ইসলাম।

তারা আরও জানান, সাইফুল ইসলাম মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে কয়েক দিনের জন্য যেখানে সেখানে চলে যেতেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দীবাকর অধিকারি জানান, সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তার স্বজন ও স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ওসি আরও জানান, সাইফুল একজন মানসিক রোগী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সাইফুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যা করতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় লাশের ভারে বাঁশ হেলে মাটিতে লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু