হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবু তালেব মেম্বারকে ২য় প্যানেল চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারও শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে ওই ইউনিয়নের সব উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যে অবস্থিত। ইপিজেড নির্মাণে সব পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছে না। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এ জন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরি হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পরও তফসিল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপনির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উন্মুক্ত করার দাবি জানানো হয়।

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

গাইবান্ধার ৫টি আসন: দুর্গ দখলে মরিয়া দুই দল

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাঘট নদের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু: ২০ হাজার মানুষের দুর্ভোগ

সুন্দরগঞ্জে নাশকতার মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

দাম্পত্য কলহ, স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী