হোম > সারা দেশ > গাইবান্ধা

বর আনতে হাতি পাঠালেন কনের মা

প্রতিনিধি, সাদুল্যাপুর (গাইবান্ধা)

হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।

হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।

ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু