হোম > সারা দেশ > গাইবান্ধা

বর আনতে হাতি পাঠালেন কনের মা

প্রতিনিধি, সাদুল্যাপুর (গাইবান্ধা)

হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।

হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।

ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ