হোম > সারা দেশ > গাইবান্ধা

আদালতে বিচারককে ‘ভারসাম্যহীন যুবকের’ পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে আদালত চলাকালীন পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ আব্দুল হালিম (২৬) নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বেলা ৩টার দিকে বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয় এবং বঙ্গবন্ধুর ছবি ওপরে কেন জানতে চায়। তাৎক্ষণিক আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করে। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তোফাজ্জল হোসেন আরও বলেন, যুবকটিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তাঁকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় আদালতের পুলিশ এক যুবককে আটক করে সদর থানায় খবর দেয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রাথমিকভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার