গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফল ব্যবসায়ী মিলন মিয়া (২৭) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উদ্রনগর গ্রামের কালু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরে ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে চৌরাস্তা থানা মোড় পার হওয়া সময় বালুবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটির সামনে ধাক্কা দেয়। এতে ঘটনায় স্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতা থানার সামনে অবস্থান নিয়েছিলেন। রাতে কিছু সময় চার মাথার কিছু লোকজন থানায় সামনে অবস্থা নিয়েছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান সরিয়ে দেওয়া হয়।’