হোম > সারা দেশ > গাইবান্ধা

সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ, অবরুদ্ধ ৩ গ্রামের মানুষ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রামে এ ঘটনায় তিন গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভুক্তভোগীরা রাস্তার ওপর নির্মাণ করা বাড়ি অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছে।

জানা গেছে, উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ছাতারপাড়া পর্যন্ত একটি কাঁচা সরকারি রাস্তা রয়েছে। রাস্তাটির ওপর সাবগাছি হাতিয়াদহ নামক স্থানে স্থানীয় আকবর আলী, আব্দুল কাদের ও রাশিদুল ইসলাম পাকাবাড়ি নির্মাণ করেন। 

সাবগাছি হাতিয়াদহ গ্রামের ব্যবসায়ী রনি মিয়া জানান, রাস্তার ওপর বাড়িঘর নির্মাণ করায় পার্শ্ববর্তী ছাতারপাড়া, বিশ্বনাথপুর ও শাকপালা গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা সদরে যাতায়াতের জন্য এটি প্রধান রাস্তা। সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তারা সহজে উপজেলা সদরে যাতায়াত করতে পাচ্ছে না। বিকল্প রাস্তা হিসেবে বিশুবাড়ী হয়ে প্রায় ৫ কিলোমিটার সড়ক ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন তারা। 

এদিকে সরকারি রাস্তা কবর দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ আকবর আলী স্বীকার করে বলেন, ‘অন্যান্যরাও তো রাস্তা দখল করে বাড়ি করেছে। আমিও করেছি।’ 

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।’ 

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা