হোম > সারা দেশ > গাইবান্ধা

সাঘাটায় জালিয়াতি মামলায় মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা এনামুল হক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ, মাদ্রাসার টাকা আত্মাসাৎ, অবৈধ কমিটি গঠনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দায়ে মাদ্রাসা সভাপতির করা মামলায় সাঘাটা থানা পুলিশ উপজেলার ওসমানের পাড়া গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানের পাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গাইবান্ধা জজকোর্টের সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাড শফিকুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র প্রস্তুত করেন এবং তা সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের মাধ্যমে অবৈধ উপায়ে মাদ্রাসার জন্য একজন বাংলা এবং একজন ইংরেজি সহকারী শিক্ষক নিয়োগ করেন। এ ছাড়া একই উপায়ে মাদ্রাসা পরিচালনা কমিটি পরিবর্তন, ব্যাংক থেকে মাদ্রাসার গচ্ছিত টাকা উত্তোলন করে আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গোপনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। ঘটনাটি এলাকায় ফাঁস হওয়ার পর সভাপতিসহ কমিটির সদস্যগণ মাদ্রাসা সুপার এনামুল হকের কাছে জালিয়াতির ব্যাপারে জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করেন। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাদী হয়ে স্বাক্ষর জালের অপরাধে এনামুল হকের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। 

সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র প্রস্তুত করার অভিযোগে মাদ্রাসা সুপার এনামুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা সূত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া কাগজপত্র কোথায় কোথায় দাখিল করে কী ধরনের অপরাধ ঘটিয়েছেন, তদন্ত সাপেক্ষে সেটির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগেও ২০০০ সালে একই ধরনের অপরাধে তৎকালীন মাদ্রাসা সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপার এনামুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন। 

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়