হোম > সারা দেশ > গাইবান্ধা

‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআইকে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর থানার ভেতরে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ‘ঘুষের টাকা’ নেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার এসআই রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে জানান গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার এসআই মানিক রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।’ 

১৮ জুন ‘জেমস রবার্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রথমে টাকা নেওয়ার ভিডিওটি ছাড়া হয়। পরে এটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, এসআই মানিক দ্রুত হেঁটে থানার এসআইদের বসার কক্ষে ঢোকেন। তিনি নির্ধারিত একটি চেয়ারে বসে দুই দফায় টাকা নিয়ে তাঁর ইউনিফর্মের বুক পকেটে রাখেন। টাকা নেওয়া শেষ হলে টাকা দেওয়া ব্যক্তিকে হাতের ইশারায় বসতে বলে তিনি উঠে যান। তবে টাকা দেওয়া ওই ব্যক্তির চেহারা ভিডিওতে দেখা যায়নি। 

ভিডিও ভাইরালের বিষয়ে এসআই মানিক রানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

এসআই মানিক রানা তিন মাস আগে জেলার পলাশবাড়ী থানা থেকে সদর থানায় বদলি হন।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার