হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় জমির সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তোফায়েল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলা বাদিয়াখালি ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তোফায়েল সদর উপজেলার মৃত হাফিজার রহমানের ছেলে। 

জানা যায়, সোমবার বিকেলে তোফায়েল তাঁর জমির আইল কাটতে যান। এ সময় একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম ও আলমঙ্গীরে সঙ্গে আইল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তোফায়লের মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমিনুল ও জাহাঙ্গীর ঘটনারস্থল থেকে দ্রুত পালিয়ে যান। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসী আমিনুল ও জাহাঙ্গীরের বাড়িতে হামলা করতে যান। পরে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বিষয়টি দৈনিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসছি। এখন মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে মর্গে পাঠাচ্ছি।’ 

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু