হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুর নাম মো. কাওছার আহমেদ। সে ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত বেলকা ইউনিয়নসহ উপজেলার ৯ ইউনিয়ন। মো. কাওছার আজ বিকেলে বাড়ির উঠানে খেলছিল। এর ঘণ্টাখানেক পরে তাকে আর খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির দক্ষিণে জমে থাকা বন্যার পানিতে লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়