গাইবান্ধার সুন্দরগঞ্জে আমগাছ থেকে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সাবেক ইউপি সদস্যের নাম কেতাব উদ্দিন (৭৫)। তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের দক্ষিণ পরান গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল্লাহিল জামান বলেন, 'কেতাব উদ্দিনের লাশ তাঁর নিজ বসতবাড়ির একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পারিবারিকভাবে মৃতের দাফন সম্পন্ন হয়েছে।' এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।