হোম > সারা দেশ > গাইবান্ধা

রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদে তালা

গাইবান্ধা প্রতিনিধি

প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকে তালা দিয়ে অবস্থান ছাত্র-জনতার। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাস্তবায়ন ও জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। ভবনটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সরকারের বিভিন্ন কর্মকর্তার কার্যালয় রয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ বন্ধ থাকে। বিক্ষিপ্ত জনতা প্রধান ফটকে অবস্থান নেয় এবং তালা লাগিয়ে দেয়। দুপুর ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই অবরোধ কর্মসূচি চলে।

এ সময় বক্তব্য দেন এম এ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাশেদ রায়হান, মাকসুদ রহমান, রফিকুল ইসলাম রফিক, মোস্তাকিন, মিশকাত হাসান, কৌশিক প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প-কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ইপিজেড স্থাপনের সব প্রস্তুতি নেয় সরকার। কিন্তু চিনিকলে আখমাড়াই বন্ধ হওয়ার পর স্থানীয় পক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে জমি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে আনে। তাদের সামনে রেখে ধীরে ধীরে খামারের প্রায় সমুদয় জমি দখলে নিয়েছে। এখানে প্রশাসন বা সরকারি কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয় না। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আন্দোলনে নেমেছে। অবিলম্বে ইপিজেড নির্মাণের কাজ শুরু না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করেন আন্দোলনকারীরা।

গোবিন্দগঞ্জের ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সকাল থেকে ডিসি অফিসে একটি বৈঠকে আছি। এ জন্য বিষয়টি সম্পর্কে বলতে পারছি না।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু