হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশের ওপর হামলা ও দলীয় কোন্দল মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

পুলিশের ওপর হামলা ও দলীয় কোন্দলের মামলায় বিএনপি নেতা বাবুল আহম্মেদকে (৪২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাবুল আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (বামনজল) মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বাবুল আহমেদকে পৌর শহরের পশ্চিম বাইপাস থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন এস আই সেলিম রেজা।

আব্দুল্লাহিল জামান আরও বলেন, গত ২৬ মার্চ শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে পুলিশ সদস্যসহ আহত হন দলীয় নেতা-কর্মী। পরে ঘটনার দিনই এস আই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার দুই নম্বর আসামি ছিলেন বাবুল আহম্মেদ। এ ছাড়াও মারামারির ওই ঘটনায় বাবুল আহম্মেদকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয় গত ৩ এপ্রিল। কোনো মামলায় তাঁর জামিন ছিল না এবং সেই থেকে তিনি পলাতক ছিলেন। 

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ