হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি রেজা, সম্পাদক খোরশেদ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। সভা শেষে প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে বিদায়ী সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশের সঞ্চালনায় ও সভাপতি শাহজাহান সোহেলের সভাপতিত্বে এই সভা হয়।

সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সাবেক সভাপতি ছামছুল হক কাজল ও সাগর-রুনির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভায় প্রেসক্লাবের বিগত দুই বছরের সব কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন বিদায়ী অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফারুক। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

সভা শেষ আগামী দুই বছরের জন্য সাদুল্লাপুর প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি পদে তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, কোষাধ্যক্ষ নয়ন কুমার, কার্যনির্বাহী সদস্য শাহজাহান সোহেল, জিল্লুর রহমান পলাশ, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, সোলায়মান সরকার ও জাহাঙ্গীর আলম।

সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। তবে উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিরোধে প্রেসক্লাবসহ একাধিক সংগঠন হয় সাদুল্লাপুরে। ২০১১ সালে সাগর-রুনি হত্যা ঘটনার পর সব সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে একটি মাত্র সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব নতুন উদ্যোগে যাত্রা শুরু করে।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার