হোম > সারা দেশ > গাইবান্ধা

বন্ধুর গোপনাঙ্গ কেটে নিজেরও কাটলেন তরুণ, হাসপাতালে মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করায় বন্ধুর গোপনাঙ্গ কেটে নিজেরটাও কেটে বেলাল হোসেন (২১) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বন্ধু একই হাসপাতালে চিকিৎসাধীন।

বেলাল হোসেন সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের মফিজুল হক মফির ছেলে। তাঁর চিকিৎসাধীন বন্ধু সিরাজুল ইসলামের (২০) বাড়ি একই উপজেলার পশ্চিম পবনতাইড় গ্রামে। বেলাল হোসেনের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলালের খালাতো বোনের সঙ্গে সিরাজুলের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি বেলাল জানতে পেরে ক্ষুব্ধ হন। গত মঙ্গলবার দুপুরে সিরাজুলকে ঈদ উপলক্ষে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনেন বেলাল। এরপর ঘরে নিয়ে সিরাজুলের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। বেলাল বাড়ি থেকে পালিয়ে যান। পরে ওই দিন বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের মাটেলের বিলে গিয়ে নিজের গলা, পেট ও গোপনাঙ্গ কাটেন বেলাল।

রক্তাক্ত অবস্থায় বেলাল ও সিরাজুলকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় বেলাল মারা গেছেন।

ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বেলালের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ