হোম > সারা দেশ > গাইবান্ধা

সাঘাটায় চাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় আবু জাফর নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার হাসিলকান্দি উত্তরপাড়া গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু জাফর হাসিলকান্দি উত্তরপাড়া গ্রামের নইবকসের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঘাটা বাজারে চালের দোকানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি আবু জাফর। রাতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও  আবু জাফরের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী একটি আমগাছের সঙ্গে তাঁর লাশ ফাঁসিতে ঝুলে দেখেন। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘জাফরের সঙ্গে পারিবারিকভাবে বাবা, ভাই-বোনদের বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যা না আত্মহত্যা, তা নিরূপণের জন্য লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের