হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-৫ উপনির্বাচন: ভোট দিয়ে শঙ্কার কথা জানালেন জাতীয় পার্টির রঞ্জু

নিজস্ব প্রতিবেদক, সাঘাটা (গাইবান্ধা) থেকে

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট দিতে এসে শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন দলীয় প্রার্থীর লোকজন গতকাল মঙ্গলবার রাতে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।’ 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধার সাঘাটার বোনানপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে রঞ্জু এসব কথা বলেন। 

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ চলা অবস্থায় তা বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। সেই প্রভাব এখনো এই আসনের ভোটারদের মধ্যে বিরাজমান বলে দাবি করেন লাঙল প্রতীকের প্রার্থী। 

গোলাম শহীদ রঞ্জু বলেন, ‘আমরা এখনো শঙ্কামুক্ত নই। এ ধরনের শঙ্কার কারণে এখন পর্যন্ত মানুষের মধ্যে ভোটের প্রতি আস্থা নেই। নেতিবাচক প্রভাব আছে। আমরা খুব চেষ্টা করছি ভোটারকে উপস্থিত করার জন্য।’ 

জাতীয় পার্টির প্রার্থী ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়েও অনাস্থার কথা জানিয়েছেন। এমনকি এই এলাকার ভোটারদের মধ্যেও আস্থা নেই বলে মনে করেন রঞ্জু। 

গোলাম শহীদ রঞ্জু বলেন, ‘ইভিএম নিয়ে বরাবরই আমি নেতিবাচক মন্তব্য করে আসছি। মানুষের মধ্যেও ইভিএমের প্রতি কোনো আস্থা নেই। এই মেশিনে ভোটের আসল ফলাফল আসবে কি না, সেটা নিয়েও একধরনের শঙ্কা রয়ে গেছে।’ 

গত ১২ অক্টোবর ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই এই ভোট বন্ধ ঘোষণা করেন। 

ভোট বন্ধ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন ৷ এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করে আউয়াল কমিশন। 

গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই) ও ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে বরখাস্তসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু