হোম > সারা দেশ > গাইবান্ধা

সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা চাইলেন এমপি শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেছেন, ‘এলাকায় সুশাসন নিশ্চিত করা আমার নির্বাচনী ওয়াদা ছিল। আর সেটি করতেও পেরেছিলাম প্রশাসন–পুলিশসহ সবার সহযোগিতায়। সে কারণে কোন নিরীহ ব্যক্তিকে নির্যাতন, রাজনৈতিক হয়রানি ও হামলা-মামলার শিকার হতে হয়নি।’ 

আজ বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার শামীম উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বলেন, ‘সুন্দরগঞ্জে দীর্ঘতম সেতু তিস্তার কাজ প্রায় সমাপ্তির দিকে। সর্ববৃহৎ নদী রক্ষা প্রকল্পের কাজ চলমান। বামনডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়ন, হাসানগঞ্জ রেলস্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ ও বামনডাঙ্গার মোহনা পাঠাগারটি আধুনিকায়ন করা হয়েছে। সুন্দরগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ও পুলিশের জন্য চারটি গাড়ি প্রদান করেছি।’ 

তিনি আরও বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। অতীত অভিজ্ঞতা থেকে ভুল–ভ্রান্তি কাটিয়ে পুনরায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনারা ভোট দিয়ে আমাকে সেই সুযোগ দেবেন।’ 

এ সময় সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, জাপা নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু, সাংবাদিক ও সাহিত্যিক মতিয়ার রহমান পাটোয়ারীসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা