হোম > সারা দেশ > গাইবান্ধা

গৃহবধূকে কুপিয়ে হত্যা, লাশ সাঁকোর ওপর ফেলে পালালেন স্বামী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে মোছা. জনতা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্যখামার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগ ওঠা ওই ব্যক্তির নাম মো. আব্দুল লতিফ। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের মো. মোত্তালেব হোসেনের ছেলে।

জানা গেছে, গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে নিহত ব্যক্তির স্বামী আব্দুল লতিফ লাশ বাড়ির পাশে একটি সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আজ সকালে জনতা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর আব্দুল লতিফ তাঁর স্ত্রীর লাশ বাড়ির পাশে একটি কাঠের সাঁকোতে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টাও চলছে বলেও জানান ওসি।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা