গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন থেকে একটি চক্র দিনরাতে অবৈধভাবে নদী থেকে মাটি কেটে প্রায় ১৫-২০টি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এতে রাস্তা ও নদী বেশ ক্ষতি হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এমন কাজ না করার শর্তে দুই গাড়ির দুটি মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কিছু অসাধু লোক মাঝে মাঝে নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে তাদের বিরুদ্ধে এই অভিযান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে।’