হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে অর্থদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 

স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন থেকে একটি চক্র দিনরাতে অবৈধভাবে নদী থেকে মাটি কেটে প্রায় ১৫-২০টি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এতে রাস্তা ও নদী বেশ ক্ষতি হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এমন কাজ না করার শর্তে দুই গাড়ির দুটি মালিকের কাছে ফেরত দেওয়া হয়। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কিছু অসাধু লোক মাঝে মাঝে নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে তাদের বিরুদ্ধে এই অভিযান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে।’ 

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু