হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়া নামক স্থানে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী ফেনী জেলার ফুলগাজী থানার দামুড়া গ্রামের মৃত হাজি আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও গাড়ির চালক ঢাকার শ্যামপুর থানার দনিয়ার স্মৃতিধারা এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান (৩৫)। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেট কারের সঙ্গে ঢাকামুখী পলাশবাড়ী এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা যাত্রী ও চালক গাড়িতেই আটকা পড়ে মারা যান। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশ থানায় রয়েছে। তাঁদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে