হোম > সারা দেশ > গাইবান্ধা

পরকিয়ার জেরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে পরকিয়ার জেরে ছোট ভাই শাওনকে (২৮) কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তাঁর ছোট ভাই সাগর আহমেদ শাওনের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে জরুরি কথা বলার জন্য ডেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বায়োগ্যাস প্লান্টে ফেলে রাখেন। 

পরদিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন বাড়ির সামনের বায়োগ্যাস প্লান্ট থেকে মরদেহ উদ্ধার করলে সন্দেহভাজন হিসেবে তানজির আহম্মেদকে আটক করে পুলিশ। পরে ভাই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। 

বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, মামলার তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু