হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জমির জাল কাগজপত্র তৈরি করে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এই জঘন্য কাজের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে তার প্রাপ্য জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। 

আজ শনিবার দুপুরে উপজেলার কামালের পাড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, নবজ আলী ওরফে নবর আলী নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীর ১ একর ৩৬ শতক জমির সম্পাদিত জাল দলিল বাতিলসহ ওই দলিল সম্পাদনকারী সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, সাক্ষী ও শনাক্তকারীসহ ৬ জনের শাস্তির দাবি জানাচ্ছি। 

বক্তারা আরও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, সাক্ষী ও শনাক্তকারী মিলে আর্থিক লেনদেনের মাধ্যমে পরস্পর যোগসাজশে ওই জমির দলিল সম্পাদন করে অমানবিক, ন্যক্কারজনক ও জঘন্যতম ঘটনার উদ্ভব ঘটিয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা এর প্রতিকার চাই। 

পাশাপাশি ওই জাল দলিল বাতিল ও দলিল সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

জাল দলিল সম্পাদনের ঘটনায় ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ ছয়জনের নাম উল্লেখ করে গাইবান্ধা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন নবজ আলী ওরফে নবর আলীসহ তার ভাই-ভাতিজা চারজন। 

মামলার আসামিরা হলেন—জমি গ্রহীতা হাফিজুর রহমান, রায়হান পারভেজ নয়ন, মো. আশরাফুল আলম, এমরান হোসেন, মাহমুদুল হাসান, সাব-রেজিস্ট্রার মিরাজ মোর্শেদ। 

মানববন্ধনে বক্তব্য দেন—গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার রুবেল, সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আব্দুল মান্নান, জমি গ্রহীতার মা ফজিলাতুন্নেছাসহ অনেকেই।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা