হোম > সারা দেশ > গাইবান্ধা

শুরু হয়েছে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের তদন্ত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন। অনিয়মের কারণ অনুসন্ধানে নির্বাচন কমিশন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল গঠন করে।

গত রোববার বিকেলে গাইবান্ধায় এসে উপস্থিত হন তদন্ত কমিটির আহ্বায়কসহ সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ৯টায় সার্কিট হাউস মিলনায়তনে তারা তদন্তের কাজ শুরু করেন।

এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন—নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য হিসেবে রয়েছেন—যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব সাহেদুন্নবী চৌধুরী। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আইডিএ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুলছড়ি উপজেলার ১১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, ৬৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৫৫ জন পোলিং এজেন্ট এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভোটের অনিয়মের বিষয়ে জানতে চান তারা। সংশ্লিষ্ট ভোট গ্রহণকারী কর্মকর্তারা সেদিনের ভোট গ্রহণ পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে অবহিত করেন। সাংবাদিকেরাও কেন্দ্রের বাইরের পরিবেশ এবং ভোটারদের কাছ থেকে শোনা ভোট প্রদান সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক, কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, তারা সরেজমিনে তদন্ত করবেন এবং পরে তদন্ত থেকে প্রাপ্ত তথ্যের প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করবেন।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়