হোম > সারা দেশ > গাইবান্ধা

মাদ্রাসায় অনুষ্ঠানের কারণে কাটা হল সড়কের অর্ধশত গাছ

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা সুন্দরগঞ্জে মাদ্রাসায় অনুষ্ঠানের নাম করে সরকারি সড়ক থেকে অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিনে উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামের আজিজ মোড় হয়ে মির্জাপুর খেয়াঘাট সড়কের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর এ গাছগুলো কেটে নিয়েছেন ওই মাদ্রাসার কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে জানা যায়, গত তিন দিন ধরে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা হয়। পরে সেগুলো বিক্রি করেন। ট্রাক যোগে গাছগুলো নিয়ে যান গাছ ব্যবসায়ী। ইউক্যালিপটাস, কাঁঠাল ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ কাটা হয়। যার আনুমানিক দাম হবে দুই লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা হতে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাতদিন ধরে সড়কের দুপাশে থাকা গাছগুলো কাটেন। অর্ধশত বছরের গাছগুলো এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে আসছিল। কিন্তু তাঁরা মাদ্রাসার অনুষ্ঠানের কথা বলে গাছগুলো কেটে নেন। গাছের গোড়াগুলো ট্রাক যোগে নিয়ে যান ব্যাপারী। ডালপালাগুলো তাঁদের হাফেজিয়া মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে।

হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল হোসেন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাফেজিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে। অনেক টাকা খরচ হবে সে অনুষ্ঠানে। এ কারণে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না বলে গাছগুলো কাটা অন্যায় হয়েছে।

এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক রাসেল হাসান বলেন, গাছগুলো তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে। ডাল পালাগুলো মাদ্রাসার ভেতর রাখা আছে। ছবি তোলার অনুমতি চাইলে বলেন ভেতরে ঢোকা নিষেধ আছে। ওখানে মেয়ে শিক্ষার্থীরা থাকেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা