হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে নবজাতকসহ মায়ের মৃত্যু: সাময়িক বরখাস্ত হলেন নার্স

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রসবের সময় নবজাতকসহ মায়ের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আমেনা বেগম একজন প্রসূতির প্রসবের চেষ্টা করছিলেন। একপর্যায়ে নবজাতক ও মা দুজনেরই মৃত্যু হয়। পরে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি জানার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’ 

তদন্ত কমিটিতে যাঁরা রয়েছেন তাঁরা হলেন—গাইনি কনসালট্যান্ট সাবিনা পারভীন, মেডিকেল অফিসার জাকিয়া সুলতানা, নার্সিং সুপারভাইজার মোছা আফরুজা খানম, মিডওয়াইফ মোছা ইসরাত জাহান মনিরা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাহাত আল রাজীব। 

গতকাল দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই নার্সের বিচার দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা