হোম > সারা দেশ > গাইবান্ধা

দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত আমেরিকা: সমবায় প্রতিমন্ত্রী 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরাশক্তি আমেরিকাসহ অনেকের সহ্য হচ্ছে না। তারা ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার-অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য। 

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

স্বপন ভট্টাচাৰ্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এ আত্মনির্ভশীলতায় আমেরিকা ঈর্ষান্বিত হয়ে নানা কূটকৌশল অবলম্বন করছে।’ 

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কারণ, তারা এক সময়ে এ দেশে টাকা খাটায়ে সুদ খেত। তাদের টাকা ছাড়া এ দেশে ব্রিজ, মেট্রোরেল করা যেত না। আমাদের ভাত জুটতো না। আজ আমরা স্বনির্ভর হওয়ার কারণেই এসব অপতৎপরতা।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের এহেন কর্মকাণ্ড এটাই প্রথম না। আমাদের মহান স্বাধীনতার সময়ও তারা বিরোধিতা করেছে।’ 

বিআরডিবির (গ্রেড-১) মহাপরিচালক আ. গাফ্ফার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান প্রমুখ।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা