হোম > সারা দেশ > গাইবান্ধা

দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত আমেরিকা: সমবায় প্রতিমন্ত্রী 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরাশক্তি আমেরিকাসহ অনেকের সহ্য হচ্ছে না। তারা ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার-অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য। 

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

স্বপন ভট্টাচাৰ্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এ আত্মনির্ভশীলতায় আমেরিকা ঈর্ষান্বিত হয়ে নানা কূটকৌশল অবলম্বন করছে।’ 

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কারণ, তারা এক সময়ে এ দেশে টাকা খাটায়ে সুদ খেত। তাদের টাকা ছাড়া এ দেশে ব্রিজ, মেট্রোরেল করা যেত না। আমাদের ভাত জুটতো না। আজ আমরা স্বনির্ভর হওয়ার কারণেই এসব অপতৎপরতা।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের এহেন কর্মকাণ্ড এটাই প্রথম না। আমাদের মহান স্বাধীনতার সময়ও তারা বিরোধিতা করেছে।’ 

বিআরডিবির (গ্রেড-১) মহাপরিচালক আ. গাফ্ফার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান প্রমুখ।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়