হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় আগুনে পুড়েছে ৫ বাড়ি ও ২৬ দোকান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের হাট লক্ষ্মীপুর বাজারে পাঁচটি বসতবাড়ি ও ২৬টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, হাট লক্ষ্মীপুর বাজারে গরুর হাটের পাশের একটি ঘরে আজ শুক্রবার সকালে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। ততক্ষণে দোকানপাটসহ আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচটি বসতবাড়িসহ ২৬টি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন বলেন, ‘আজ সকাল ৭টার দিকে খবর আসে, হাট লক্ষ্মীপুর বাজারে আগুন লেগেছে। আমরা তাৎক্ষণিক রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচটি বাড়িসহ ২৬টি দোকান পুড়ে গেছে।

জাকির হোসেন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বাজারের একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা ধরা হয়েছে।’

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে