হোম > সারা দেশ > গাইবান্ধা

যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতা হারিয়েছে: শামীম হায়দার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’

ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।

আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু