হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বাসচাপায় রিকশাচালক নিহত, দুই যাত্রী আহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ সোমবার সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহতের ঘটনায় জব্দ বাস। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাটির দুই যাত্রী আহত হন। আজ সোমবার বিকেলে উপজেলা শহরের বোয়ালিয়া এলাকার সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।

আহত যাত্রীরা হলেন শামছুল হক ও আশরাফুল ইসলাম। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালিয়া থেকে দুজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যাত্রীসহ চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে রাজশাহীগামী সাথী নামের আরেকটি বাস এসে রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই দুই চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন। মিলনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত