হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কারাগারে, পুলিশের হাতকড়ায় বিরক্তি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কারাগারে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে এই আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে আসামিপক্ষে নিরঞ্জন রায়ের নেতৃত্বে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। তবে আসামির বিপক্ষে রাষ্ট্রপক্ষ বা বিএনপিপন্থী কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাইবান্ধায় বিএনপি ও যুবদল অফিসে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামি শাহ্ সারোয়ার কবির। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর দিনাজপুর শহরে নিজের বোনের বাড়িতে আত্মগোপন করেন।

গতকাল রাত ৯টার দিকে শহরের ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে গাইবান্ধায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এদিকে আদালত থেকে বের হওয়ার সময় হাতকড়া লাগানোর সময় পুলিশ সদস্যের ওপর খেপে যান সাবেক এই এমপি। পরে পুলিশ হাতকড়া না পরিয়ে কাভার্ড ভ্যানে করে কারাগারে নিয়ে যায়।

এ বিষয়ে আদালতের পুলিশের উপপরিদর্শক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে শুনানির সময় আমি রাষ্ট্রপক্ষের হিসেবে ছিলাম। তবে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীকে দেখি নাই।’

পিপি আব্দুল হালিম প্রামাণিক বলেন, ‘আমি ডিসি অফিসে থাকার কারণে ওই আসামির বিপক্ষে আদালতে উপস্থিত থাকতে পারিনি। আগামীকাল ওই আসামির বিরুদ্ধে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু