হোম > সারা দেশ > গাইবান্ধা

বিলে কিশোরের লাশ, অটোরিকশার ব্যাটারি চুরি করতে হত্যা সন্দেহ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

সুন্দরগঞ্জে চাকোলিয়ার বিলে কিশোর অটোচালকের লাশ পাওয়ার খবরে সেখানে পুলিশ যায়। এ সময় ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে মো. আরিফুল ইসলাম মণ্ডল (১৬) নামে এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা এই খবর নিশ্চিত করেছেন।

আরিফুল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (বাবুর দীঘিরপাড়) গ্রামের মো. শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে।

ওসি সেলিম রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি। তিনি জানান, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার এলাকায় আরিফুলের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে অটোটিতে ব্যাটারি ছিল না। অটোরিকশার ব্যাটারি চুরি করতেই আরিফুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরিফুলের পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে আরিফুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। সারা রাত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ রোববার সকালে বিলের মধ্যে লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সেটি আরিফুলের লাশ বলে শনাক্ত করেন।

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ