হোম > সারা দেশ > গাইবান্ধা

ছুরিকাঘাতে যুবক খুন, ভাই ভাবি ও ভাতিজা গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ইব্রাহিম আলী (৫০), তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তাঁরা নিহত জিয়াউরের ভাই, ভাবি ও ভাতিজা। আজ সোমবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।

নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ কর্মকর্তা সেলিম রেজা বলেন, ভোররাতে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০টার দিকে বসতবাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে জিয়াউর ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী আছমা বেগম (৩৯) ও ছেলে ইসমাইল হোসেন (১৭)। পরদিন শনিবার রাতে আছমা বেগম বাদী হয়ে থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামিরা বাড়িতে হামলা চালান। এ সময় সাইফুল ইসলাম নামের এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর মারা যান। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার