গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় জোসনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম উপজেলার পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় ওই নারীর মৃত্যু হয়। তিনি বলেন, এলাকাবাসী ও র্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।