হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে ১৪ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে প্রায় ১৪ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কোচাশহর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। 

ব্যাংক থেকে টাকা লুট হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন। তিনি বলেন, ‘ব্যাংকের সব তালা স্বাভাবিকভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।’ 

নৈশপ্রহরী জুয়েল মিয়াকে হত্যার হুমকি দিয়ে গেটের চাবি নিয়ে তালা খুলে ব্যাংকের ভেতরে দুর্বৃত্তরা প্রবেশ করে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আকতার। তিনি বলেন, ‘ডাকাতেরা ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভোল্টের তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় তাঁরা। আজ সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা-পুলিশকে খবর দিই।’ 

আজ সকালে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় না স্বাভাবিক অবস্থায় দেখেছেন? এমন প্রশ্ন করলে ব্যবস্থাপক জেসমিনকে বিষয়টি এড়িয়ে যান। 

ব্যাংকের নৈশ প্রহরী জুয়েল মিয়া বলেন, ‘অপরিচিত কয়েকজন আমার মুখ চেপে ধরে ও গেটের চাবি চায়। চাবি দিতে না চাইলে তাঁরা আমাকে হত্যা করে বস্তাবন্দী করতে চায়। আমি ভয়ে তাঁদেরকে চাবি দিই। পরে দুজন গেট খুলে ব্যাংকের ভেতরে যায়। আর আমার কাছে চারজন থাকে। পরে তাঁরা টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার চোখসহ হাত-পা বেঁধে রেখে যায়। এরপর আমি আর কিছুই বলতে পারি না।’ 

এদিকে ব্যাংকের আশপাশের বাসিন্দারা বলেন, ‘রাতে এত বড় একটা ঘটনা ঘটল আমরা কিছুই জানতে পারলাম না। আজ সকালে ব্যাংকে এসে ম্যানেজার জানতে পারে। বিষয়টি রহস্যজনক হতে পারে।’ 

ইতিমধ্যে গাইবান্ধার জ্যেষ্ঠ পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু