হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে ১৪ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে প্রায় ১৪ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কোচাশহর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। 

ব্যাংক থেকে টাকা লুট হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন। তিনি বলেন, ‘ব্যাংকের সব তালা স্বাভাবিকভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।’ 

নৈশপ্রহরী জুয়েল মিয়াকে হত্যার হুমকি দিয়ে গেটের চাবি নিয়ে তালা খুলে ব্যাংকের ভেতরে দুর্বৃত্তরা প্রবেশ করে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আকতার। তিনি বলেন, ‘ডাকাতেরা ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভোল্টের তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় তাঁরা। আজ সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা-পুলিশকে খবর দিই।’ 

আজ সকালে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় না স্বাভাবিক অবস্থায় দেখেছেন? এমন প্রশ্ন করলে ব্যবস্থাপক জেসমিনকে বিষয়টি এড়িয়ে যান। 

ব্যাংকের নৈশ প্রহরী জুয়েল মিয়া বলেন, ‘অপরিচিত কয়েকজন আমার মুখ চেপে ধরে ও গেটের চাবি চায়। চাবি দিতে না চাইলে তাঁরা আমাকে হত্যা করে বস্তাবন্দী করতে চায়। আমি ভয়ে তাঁদেরকে চাবি দিই। পরে দুজন গেট খুলে ব্যাংকের ভেতরে যায়। আর আমার কাছে চারজন থাকে। পরে তাঁরা টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার চোখসহ হাত-পা বেঁধে রেখে যায়। এরপর আমি আর কিছুই বলতে পারি না।’ 

এদিকে ব্যাংকের আশপাশের বাসিন্দারা বলেন, ‘রাতে এত বড় একটা ঘটনা ঘটল আমরা কিছুই জানতে পারলাম না। আজ সকালে ব্যাংকে এসে ম্যানেজার জানতে পারে। বিষয়টি রহস্যজনক হতে পারে।’ 

ইতিমধ্যে গাইবান্ধার জ্যেষ্ঠ পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ